শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে অস্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (২৬ ফেব্রুয়ারী) মধ্যরাতে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- বাজারের মুদি দোকানদার আশরাফুল মোল্যা, কাচামাল ব্যাবসায়ী রিশান মোল্যা, চা দোকানি ওহিদুল ইসলাম, সেলুন মালিক রতন কুমার শীল, মুদি দোকানি মি›ন্টু বিশ্বাস, ওষুধ ব্যবসায়ী মুকুল মোল্যা।

ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার মধ্যরাতে সিঙ্গিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও কেউ নিশ্চিত করতে পারেনি।

আরো পড়ুন

সর্বশেষ