শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে আগুনে পুড়ে গোয়ালঘরসহ ৪টি গরুর মৃত্যু হয়েছে। এঘটনায় প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

লোহাগড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের কৃষক মোঃ আকিজ খানের গোয়াল ঘরে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ আগুন লাগে। আগুন লাগার ঘটনা জানান পর বাড়ির মালিকসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই গোয়াল ঘরে থাকা ৪ টি গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।

লোহাগড়া ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা মোঃ সোহাগুজ্জামান জানান, এতে প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে রাখা মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ