শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে আ’লীগের যুগ্ম-সম্পাদকসহ ৫ নেতা গ্রেপ্তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
কার্যক্রম স্থগিত থাকা নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহাসহ অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় রোববার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোজাম খান, লোহাগড়া পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সদস্য জাহিদ খান এবং নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন সরদার।

 

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ