নড়াইল প্রতিনিধি:নড়াইলে শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধকল্পে ইনোভেশন শোকেচিং ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই মেলা অনুষ্ঠিত হয়।
সাধারণত পাঠ্যপুস্তকে যে সমস্ত বিষয় শিক্ষার্থীদের পড়ানো হয় সেই সমস্ত বিষয়গুলোকে উপকরণ হিসাবে তৈরী করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়েছে। ব্যাতিক্রমি এই মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
শেখহাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলক বিশ্বাস, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

