শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২৬ বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্ববায়ক ড. মো. আবদুল ছালাম।

এ সময় যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ভেন্যু পরিচালনা কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক আল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীর, বিসিবির সিলেক্টর মুফাচ্ছিনুল ইসলাম তপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আশরাফুজ্জামান পিন্টু, হামিদুল হক তনু, যশোর জেলা ক্রীড়া সংস্থার কোচ মো. শামসুদ্দিন শাহাদী ও টিম ম্যানেজার সজিব হোসেন, মেহেরপুরের কোচ হাসানুজ্জামান হিলোন ও টিম ম্যানেজার আছাদুজ্জামান লিটনসহ নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ। উদ্বোধনী ম্যাচে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থাকে ৭৭ রানে পরাজিত করে যশোর জেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হয়।

 

উল্লেখ্য, খুলনা বিভাগের তিনটি ভেন্যুতে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুগুলো হলো নড়াইল, মাগুরা ও চুয়াডাঙ্গা। নড়াইল ভেন্যুতে যশোর, চুয়য়াডাঙ্গা এবং মেহেরপুর জেলা অংশগ্রহন করছে। ৫০ ওভারের লীগ ভিত্তিক এই টুর্ণামেন্টে নড়াইল ভেন্যুতে মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

সর্বশেষ