শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে এনজিও কর্মী বড় ডাক্তার সেজে গ্যারান্টিসহ দিচ্ছেনপাইলসের চিকিৎসা নিশ্চয়তা

আরো খবর

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে বিশ্বজিৎ কুমার বিশ্বাস নামে একজন এনজিও কর্মীর বিরুদ্ধে শতভাগ নিশ্চয়তা দিয়ে পাইলস ফিসার ফিস্টুলার চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যক্তি জীবনে তিনি এনজিও কর্মী হলেও তিনি নিজেকে বড় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় মরিয়া।
নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্নপট্রি রোডের কালীমন্দিরের সামনে তোতা ভুইয়ার বিল্ডিংয়ের দোতলায় এবং গোবরা বাজার এলাকায় রয়েছে তার সুসজ্জিত চেম্বার।
নড়াইল শহরে তিনি রুগী দেখেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখেন মিত্র কলেজ রোড গোবরা চেম্বারে। ভিজিটিং কার্ডে নিজেকে ডাক্তার হিসেবে উল্লেখ করে সেখানে ডি এম এফ লাইসেন্সের কথা উল্লেখ করলেও নেই কোন রেজিষ্ট্রেশন নাম্বার। সরেজমিনে কালী বাড়ির সামনের চেম্বারের গিয়ে কথা হয় কথিত চিকিৎসক ও এনজিও কর্মী বিশ্বজিৎ কুমার বিশ্বাসের সাথে।
চিকিৎসা দেওয়ার কোনো বৈধতা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ কুমার
নিজেকে বড় ডাক্তার হিসাবে দাবি করলেও মোবাইলে ছাড়া কোথাও কোন কাগজ পত্র তিনি দেখাতে পারেন নি এবং প্রশ্নের উত্তর না দিয়ে শহরে তার আত্মীয় নামিদামী লোকের পরিচয় দিচ্ছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিতে পারায় একপর্যায়ে তিনি  চেম্বার বন্ধ করে পালিয়ে যান।

আরো পড়ুন

সর্বশেষ