শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি হুমায়ূন শেখ (৪২) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে জেলা (সদর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ূন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।

তিনি কালিয়া উপজেলার ফরিদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ২(দুই) মাস ধরে জেলা কারাগারে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হুমায়ূন শেখ গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মোঃ আমিরুল ইসলাম বলেন, অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ