শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ  

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:’করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’ এ শ্লোগানকে সামনে রেখে নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলে কার্যালয়ের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-পরিচালক মোঃ গোলাম রসুল, গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুলপর প্রধান শিক্ষক আব্দুর রশিদ।

বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ সচেতনতায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিশোরীদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

 

 

আলোচনা সভা শেষে উপস্থিত কিশোরীদের মাঝে সঞ্চয়ের টাকা, বিনামূল্য প্রশিক্ষণ সামগ্রী, স্যানেটারী নাপকিন, খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণের পাশাপাশি সকল কিশোরী, অভিভাবক, শিক্ষকমন্ডলী, উপস্থিত অতিথি সহ বাল্য বিবাহকে না বলুন শপথ নিয়ে প্লেকার্ড প্রদর্শন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ