নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে এক কিশোরী (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে আছর শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকেলের দিকে সদর উপজেলার একটি গ্রাম থেকে তাকে আটক করা হয় । আছর শেখ সদর উপজেলার আগদিয়ারচর গ্রামের মকবুল শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম।
অভিযোগে জানা যায় , গত বৃহস্পতিবার ( ৩১ জুলাই) সকালে ওই কিশোরী বারান্দায় বসে ছিল। বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী আছর শেখ তার হাত ধরে টানাটানি করে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার চাচা ঘটনাস্থলে পৌঁছালে আছর শেখ তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শী ওই শিশুর চাচা মোঃ মামুন শেখ বলেন, ওইদিন সকালে আমি বাড়ির পাশের পুকুরে মাছের খাবার দিচ্ছিলাম তখন হঠাৎ আমার ওই ভাতিজির চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছাই। তখন আমাকে দেখে আছর শেখ পালিয়ে যায় এবং কিছুসময় পরে সে আমার কাছে এসে ক্ষমা চায়। এই আছর শেখ এর আগেও আমার আরেক ভাতিজিকেও ধর্ষণ চেষ্টা করে তখন স্থানীয়রা শালিস করে মিমাংসা করে দেয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে আছর শেখ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

