শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে গুজব প্রতিরোধে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময়

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে পাঠ্যবই সম্পর্কে গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুন, জেলা ইমাম সমিতির সভাপতি মওলানা আব্দুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
পবিত্র জুম্মার নামাজের খুতবায় পাঠ্যবইসহ যে কোনো ধরণের গুজব প্রতিরোধে করণীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইমাম ও খতিবগণের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, খতিব ও সরকারি কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ