নড়াইল প্রতিনিধি:
নড়াইলে কিশোর গ্যাং, মাদক, ইফটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূলের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সচেতন যুব ও ছাত্র সমাজ নড়াইলের আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শহরের রূপগঞ্জ বাজারের সিকদার কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নড়াইল জেলারয় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প প্রধান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, নড়াইলের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ইফটিজিং এর কারণে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। রাস্তায় যেতে গেলে ইজিবাইকে উঠলে বিভিন্ন সময় মেয়েদের বিরক্ত করে। এছাড়া বিভিন্ন স্থানে মাদক সেবক ও সন্ত্রাসীরা ঝামেলা করে। রাস্তায় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করা হয়। বাজারে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সব সমস্যা চলে আসছে। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সমাবেশে দাবি জানানো হয়।
এ সময় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সাবেক সভাপতি মোঃ রিয়াজ হাসান, এনসিটিসি এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী লাবণ্য বিশ্বাস প্রমা, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমী শারমিন তিশা, শিক্ষার্থী মাসুরা খানম, এস এম রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুবকেরা উপস্থিত ছিলেন।

