নড়াইল প্রতিনিধিঃ
২০০৯ সালে ভারত ও আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে সেনা অফিসার ও বিডিয়ার সদস্যদের হত্যার বিচারের দাবি এবং ওই সময় চাকরিচ্যুত বিডিয়ার সদস্যদের চাকরিতে পূণর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধনও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নড়াইল আদালত সড়কে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বিডিআর নায়েক সুবেদার তৌহিদুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ তৌহিদুল আলম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ২০০৯ সালে ভারত ও আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনকে হত্যাকরা হয়। এ সকল হত্যার বিচার এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পূণর্বহালের জন্য প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও সমন্বয়কদের কাছে দাবি জানান।

