নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার করফা-চরপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাামলায় গুরুতর আহত সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে বুধবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার করফা-চরপাড়ায় মারামারি হয় চাচাতো ভাইদের সাথে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলীর বাড়ির ওপর দিয়ে চাচাতো ভাই সৈয়দ এরদাউস, সৈয়দ ফেরদৌস, সৈয়দ রিজ্জাক আলী ভ্যানে করে ধান আনা নেওয়া করছিলেন। এ সময় টোকন আলীর স্ত্রী ফেরদৌসী বেগম বাড়ির ওপর দিয়ে ভ্যানে করে ধান আনা নেওয়া করতে নিষেধ করেন।
এসময় ফেরদৌস টোকন আলীর স্ত্রীকে বকাবকি করেন। রাতে টোকন আলী মাঠের ধান কাটার কাজ শেষ করে বাড়িতে আসার পর স্ত্রী তাকে বিষয়টি নালিশ করেন। এসময় টোকন আলী স্ত্রীকে বেশি কথা বলার কারন জানতে ফেরদৌসের বাড়িতে যান। বাকবিতণ্ডার এক পর্যায়ে টোকন আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে চাচতো ভায়েরা।
এসময় উভয় পক্ষের আরও ৩জন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। আহতদের মধ্যে টোকন আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ডিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

