শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে নানা আয়োজনে একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবি গানে দর্শক-শ্রোতারা মুগ্ধ হন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমূখ।
চারণকবি কবি বিজয় সরকার বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে পরলোকগমন করেন। পশ্চিমবঙ্গের কেউটিয়া এলাকায় তাঁকে সমাহিত করা হয়। তাঁর দুই ছেলে ও এক মেয়ে ভারতে বসবাস করেন। কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও গায়ক।
‘পোষা পাখি উড়ে যাবে স্বজনী একদিন ভাবি নাই মনে’,‘তুমি জাননা রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা’,‘এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’ এরকম ১৮ শ’ গান রচনা করেন কবিয়াল বিজয় সরকার।

আরো পড়ুন

সর্বশেষ