শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে  চিকিৎসা সহায়তার চেক পেলেন দুরারোগ্য রোগীরা

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিসসহ ৬টি দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য রোগীদেও মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে অকিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ৫৬জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ