শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে চিত্রা থিয়েটারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের অন্যতম পথিকৃত নাট্য সংগঠন চিত্রা থিয়েটারের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, গণকবর ও বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও নাটক।

সকালে নড়াইলের পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ শেষে চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল শাখার সভাপতি মলয় কুমার কুন্ড ও সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু প্রমুখ।

বক্তারা প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক বাঙ্গালি চেতনা পৌঁছে দিতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

 

আরো পড়ুন

সর্বশেষ