শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত 

আরো খবর

মো:রফিকুল ইসলাম নড়াইলঃ নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শপথ পাঠ,আলোচনা সভা,যুব ঋণের চেক,সনদপত্র,পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রকার গাছের চারা রোপন করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট)  সকাল ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষন হল রুমে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া শুকায়না,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুর রশিদ,পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর (সদর সার্কেল) মো. নূরুন্নবী,জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু,পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপলক্ষে নড়াইল জেলায় ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতারণ করা হয়।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বিভিন্ন প্রজাতির ৩৬ টি গাছের চারা রোপন করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ