নড়াইল প্রতিনিধি: ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিত্রাংকন, কবিতাবৃতি ও বইপড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান তাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবীর টুকু সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষাথী, অভিভবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন, কবিতাবৃতি ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নড়াইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

