শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে জাতীয় পাট দিবস পালিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে জাতীয় পাট দিবস-২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা পাট জাত পণ্যের ব্যবহার নিশ্চিত করন, পলিথিনের ব্যাবহার বন্ধসহ পাটের বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

 

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোহম্মদ মাহবুব-উল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুর রশিদ লাবলু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পাট ব্যাবসায়ি ও পাট চাষীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ