নড়াইল প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি দুইদিনব্যাপি উৎসব নড়াইলে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। উৎসবের প্রথম দিনে (শনিবার) জেলা প্রশাসনের আয়োজনে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় এবং জেলা শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এ উপলক্ষে সদর হাসপাতালে অনুষ্ঠিত হবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মারক ডাকটিকেট বিতরণ এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া জেলার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

