শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ট্রলিচাপায় সৌদিপ্রবাসী নিহত, আহত ১

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে ইট বোঝাই ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী সৌদিপ্রবাসী রুবেল মোল্যা (৩৫) নিহত হয়েছেন। মোটরসাইকেলের অপর আরোহী রুবেল মোল্যার শ্যালক রাসেল মোল্যা (২০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে। প্রায় ১৫ দিন আগে সৌদিআরব থেকে ছুটিতে বাড়িতে আসেন তিনি। আহত রাসেল খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের মাসুদ মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রুবেল তার শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ট্রলিগাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে রুবেল নিহত হন। গুরুতর আহত রাসেলকে প্রথমে কালিয়া উযপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রলির চালক পলাতক রয়েছে।
নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, রুবেল মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ##

আরো পড়ুন

সর্বশেষ