নড়াইল প্রতিনিধি: ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ; আমাদের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা নড়াইলে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সঠিক শিক্ষায় শিক্ষিত করলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক ভ’মিকা পালন করতে পারবে।
জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সহ¯্রাধিক শিক্ষক-শিক্ষিকা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

