শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাসমূলক ক্যাম্পেইন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালী, সমাবেশ এবং বৃক্ষ রোপণ কর্মসুচি পালন করা হয়। এ উপলক্ষ্যে একটি র‌্যালী নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) চত্বর থেকে শুরু হয়ে নড়াইল-মাগুড়া সড়কের দূর্গাপুর মোড়ে গিয়ে শেষ হয়।

পরে ওই স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতসমূলক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন শেষে নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণার্থী ও এলাকাবসির মাঝে দুই হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সরকারি কর্মকর্তা, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইলে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত (২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪জন, হাসপাতালে ভতি আছেন ৩২ জন। গত ১জুলাই থেকে এ পর্যন্ত নড়াইল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২৮৯জন। এর মধ্যে ২৪৭জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেয়া হয়েছে এবং উন্নত চিতিৎসার জন্য ১০জনকে অন্যত্র প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ