শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে তারেক রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে এবং নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় কৃষক দলের খুলনা বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্তর নেতৃত্বে নড়াইলে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকালে বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে পুরাতন টার্মিনালের মুক্ত মঞ্চ থেকে ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে মালিবাগ-ধোপাখোলা-রূপগঞ্জ বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ বিশ্বাস, নড়াইল নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খাঁন, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কাজী আবুল বাশার, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স প্রমূখ।

 

আরো পড়ুন

সর্বশেষ