শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে দু’দিনব্যাপি ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির উৎসব সমাপ্ত

আরো খবর

নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে দু’দিনব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উৎসব সমাপ্ত হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনে রবিবার (২৮ মে) সকালে নড়াইল আধুনিক সদর হাসপাতালে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
দূপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে শিশুদের চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং স্মারক ডাকটিকেট বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ত্বচৌধুরী। এসময় সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ