শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে দুর্বৃত্তদের আগুনে পুড়লো কৃষকের পাঁকা ধান

আরো খবর

নড়াইল প্রতিনিধি:দু’দিন হলো ধান কেটে জমিতেই স্তুপ করে রেখেছিলেন বর্গাচাষী ইমরান শেখ (৫২)। জমি থেকে পাঁকা ধান ঘরে উঠাবে এমন স্বপ্ন নিয়ে সোমবার (১ মে) গরুর গাড়ি নিয়ে তিনি জমিতে যান। জমিতে গিয়ে দেখেন কে বা কারা তাঁর ধান আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। শুধু ইমনার শেখে নয়, একই গ্রামের নাজমুল মোল্যার ধানও আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে এ অমানবিক ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০মন ধান পুড়ে গেছে। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কৃষক নাজমুল মোল্যা জানান, ৩৯ শতক জমিতে তিনি ধান রোপণ করেছিলেন। ফলনও ভালো হয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে ধান কেটে জমিতে স্তুপ করে রাখেন।

সোমবার (১মে) সকালে গরুর গাড়ীতে করে ধান আনতে গিয়ে দেখেন জমিতে ধানের পরিবর্তে ছাইয়ের স্তুপ পড়ে আছে। এই দৃশ্য দেখে তিনি সজ্ঞা হারিয়ে ফেলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও জমিতে আসেন।
ক্ষতিগ্রস্থ নাজমুল মোল্যার স্ত্রী সালমা বেগম আবেগ জড়িত কন্ঠে বলেন, এই ধান ঘরে তুলে আমাদের সারা বছরের ভাতের ব্যবস্থা হবে সেই আশায় ছিলাম। প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের গ্রামের কারোর সঙ্গে কোন বিবাদ নেই। কারা এমন সর্বনাশ করলো।
বর্গাচাষী ইমরান শেখ জানান, আমি ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণের খরচ চালাই। ধারদেনা করে এবার ১৫ শতক জমিতে ধান লাগাই। পরিবারের লোকজন নিয়ে পাঁকা ধান কেটে জমিতে রেখে আসি। সোমবার ধান আনতে জমিতে গিয়ে দেখি ধানগুলো পুড়িয়ে দিয়েছে। এখন সংসার কেমন করে চালাবো তা আল্লহই জানেন।
ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সজিব মোল্যা বলেন, এমন ঘটনায় গ্রামের কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। রাতে তাঁরা পালাক্রমে জমির ধান পাহারা দিচ্ছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, এ ব্যাপারে কেউ আমাদেরকে জানাননি। তবে যে টুকু জমির ধান পুড়েছে, তাতে কম পে ৪৫ থেকে ৫০ মণ ধান তিগ্রস্ত হয়েছে।
সদর থানার ওসি ওবায়দুর রহমান জানান, খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ##

 

আরো পড়ুন

সর্বশেষ