নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশানকে (৩৪) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাঁকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে কালিয়া সেনা ক্যাম্পের সদস্যরা। আটককৃত মিশান নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামের মো. হাসান মীরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামের রাকিবুল ইসলাম মিশান নামে এক যুবকের বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের সদস্যরা।
পরে ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়ানশুটারের ২টি গুলি, ২টি হাসুয়া, ১টি গাছিদা, ১টি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, ৪টি বড় ছোরা, ২টি রাম দা, ৩টি চাকু, ৫টি ফলা, ৪টি টেঁটা, ৪টি ঢাল এবং ১টি এক্সপেন্ডেবল মেটাল স্টিফ উদ্ধার করা হয়। এসময় রাকিবুল ইসলাম মিশানকে গ্রেফতার করে সেনা সদস্যরা। পরে নড়াগাতী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আজিজের নিকট উদ্ধারকৃত অস্ত্রসহ তাঁকে সোপর্দ করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে থানায় হস্তান্ত করেছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

