শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে নদী থেকে উদ্ধার অজ্ঞাত  যুবকের পরিচয় মিলেছে

আরো খবর

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটির পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লাশটির পরিচয় শনাক্তের খবর নিশ্চিত করেন,নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নিহত ওই ব্যক্তির নাম খালিদ মোল্যা (২৩)। তিনি উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে।
এ বিষয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খালিদ মোল্যা অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরের দিন শুক্রবার তার বাবা হোসেন মোল্যা কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অটোভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। খালিদের অটোভ্যানটি এখনও পাওয়া যায়নি। নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য,গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য সেটিকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ