প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠে । এ সময় অসাবধানতাবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় এবং বুকে ও মাথায় আঘাত পায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

