শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে নারিকেল গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইলঃ
নড়াইল নারিকেল গাছ থেকে পড়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাকিব কাগজীপাড়া গ্রামের প্রবাসী কাদের শিকদারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে ওঠে । এ সময় অসাবধানতাবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে যায় এবং বুকে ও মাথায় আঘাত পায়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ