নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নারী মেম্বার বাসনা মল্লিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দু’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পরকীয়া প্রেমের জের এবং পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দোষীদের প্রেফতারপূর্বক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ তাঁর সহকর্মীরা। এদিকে পরকীয়া প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি নিজেই বিষ পান করে আত্বহত্যার চেষ্টা করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন করেছে বলে পুলিশের প্রথমিক ধারনা। বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার আশ্বাসও পুলিশের। এরই মধ্যে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সদরের মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর দাপ্তরিক কাজসহ উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য দিতে নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদে যান নারী মেম্বার বাসনা মল্লিক। কাজ শেষে নিজ বাড়ি মাইজপাড়ার পোড়াডাঙ্গা গ্রামে ফেরার পথে পাশের দৌলতপুর গ্রামের পরকীয়া প্রেমিক রজিবুলের মোবাইল ফোন পেয়ে তার কাছে পাওনা দশ হাজার টাকা আনতে সেখানে যান ইউপি মেম্বার বাসনা মল্লিক।
এরপর পরকীয়া প্রেমিক রজিবুলসহ তাঁর কয়েকজন বন্ধু বাসনাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। লোকলজ্জার ভয়ে বাসনা মল্লিক বিষা জাতীয় কিছু পান করেন। ওই দিন (২৪ ডিসেম্বর) রাত আট টার দিকে বাড়িতে এসে খাবার খাওয়ার পর বমি শুরু হয় বাসনা মল্লিকের। পরদিন ২৫ ডিসেম্বর দুপুরে তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দু’’দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৬ ডিসেম্বর রাতে তিনি মারা যান। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাঁর মরদেহ বাড়িতে আনা হয়। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ বাসনা মল্লিককে গণধর্ষনের পরে তাঁকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে।
এদিকে, নারী ইউপি মেম্বার বাসনা মল্লিকের মৃত্যুর ঘটনায় দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তাঁর সহকর্মি মাইজপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, পরিবারের সদস্য ও এলাকবাসী।
সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বাসনা মল্লিক বিষপানজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এছাড়া পরকীয়ার সূত্র ধরে তাঁর ওপর যৌন হয়রানিরও ঘটনা ঘটতে পারে। এই বিষয়গুলো সামনে রেখে অধিকতর তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে।

