নড়াইল প্রতিনিধি:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদ গুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে নড়াইলে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় নড়াইল জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এর আয়োজনে জেলা হাসপাতাল চত্বরে এ পতাকা মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর শামীমা আক্তার, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, নড়াইলের প্রধান সমন্বয়ক সিনিয়র স্টাফ নার্স শাহীনুর খাতুন, সদস্য সচিব সিনিয়র স্টাফ নার্স মজিদা খাতুন, আফরোজা খাতুন, ইলা রানী মজুমদার, সুতপা সাহা, খুকু বিশ্বাস, বিউটি পারভীন, হেনা পারভীন সহ অনেকে।
এ সময় নড়াইল নার্সিং কলেজের ছাত্র-ছাত্রী এবং নড়াইল সদর হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।

