শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু, নিখোঁজ ৪

আরো খবর

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা ঘাটে নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু। গতকাল (শুক্রবার) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর থেকে শনিবার দূপুর পর্যন্ত ৯জন জীবিত উদ্ধার হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে খুলনা থেকে আগত ফায়ার সার্ভিসের কর্মিরা শনিবার বিকেল পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ কাউকে উদ্ধার করতে পারেননি। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার কাজ তদারকি করেন এবং মৃত দুই ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিক ২১ হাজার টাকা প্রদান করেন। পুলিশ ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ইমামুল মন্ডলের মেয়ে নাজমা (২৫) তার শিশুপুত্র নাসিম (৪) পরিবারের সঙ্গে নবগঙ্গা নদীর ওপারে পারবাহিরডাঙ্গা গ্রামে মৃত দাদীকে দেখতে যান। ছোট নৌকায় পরিবারের ১৫ঁজন নদী পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় ৯জন সাতারে ওপরে উঠেন। এ দুর্ঘটনায় চারজন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম। মৃত নাজমা হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

আরো পড়ুন

সর্বশেষ