রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার হাত বিচ্ছিন্ন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক,  নড়াইল:  নড়াইলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন বিএনপি’র  এক নেতার হাত বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত বিএনপি  নেতা  ফকির মিরাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হয়েছে ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আরো দুই জন আহত হয়েছেন। তারা হলেন একই গ্রামের ইমরান হোসেন ও বাবলু শরিফ।
আহত বিএনপি নেতা ফকির মিরাজুল ইসলাম (৬০) লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শারুলিয়া গ্রামের বাসিন্দা । তিনি কাশিপুর  ইউনিয়ন বিএনপি’র সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির মিরাজুল ইসলাম ও  স্থানীয়  ইউপি সদস্য রওশান কাজীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বেলা  সাড়ে বারোটার  দিকে রওশান কাজী তার দলীয় লোকজন  নিয়ে সংঘবদ্ধ ভাবে এসে মিরাজ ফকিরের বাড়িতে হামলা করে ফকির মিরাজুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করেন।
এসময় সেখানে উপস্থিত থাকা বাবলু শরিফ ও ইমরান হোসেন ঠেকাতে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তারা দুইজন মারাত্মক আহত হন। গুরুতর  আহত ফকির মিরাজুল ইসলাম ও বাবলু শরিফকে  নড়াইল জেলা হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়। ইমরান ফকিরকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ