শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো খবর

নড়াইল জেলা প্রতিনিধি:ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নড়াইলে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও জার্সি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মুহম্মদ আব্দুল মালেক, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনঞ্জুরুর রহমান পান্নু সিকদারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক, শিার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী বিদ্যালয়সহ জেলার বিভিন্ন এলাকার ৪৫জন প্রতিবন্ধী শিশু খেলাধূলাসহ বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহন করে।

আরো পড়ুন

সর্বশেষ