শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলে ১শ’ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও মোঃ আল মিরাজ (১৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নড়াইল পৌরসভার দুর্গাপুর গোচর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কালো রঙের নোয়া গাড়ি জব্দ করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মোঃ শাহাবুদ্দিন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বসতিপাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে ও মোঃ আল মিরাজ একই থানার দৌলতগঞ্জ পাড়ার মোঃ রায়হান ইসলামের ছেলে।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটু উপজেলা ভূমি অফিসের প্রধান গেটের সামনের সড়ক থেকে শাহাবুদ্দিন ইসলাম ও আল মিরাজ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১শ’ বোতল ফেনসিডিল ও কালো রঙের নোয়া গাড়ি জব্দ করে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ দারা খান বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ