রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বিদেশি পিস্তল গুলিসহ দুই ভাই গ্রেপ্তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
ডেভিল হান্ট অভিযানের আওতায় নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫)।

 

সোমবার বেলা দুপুরে লোহাগড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, রোববার গভীর রাতে (রাত ২টা ১৫ মি.) গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদারের নেতৃত্বে এসআই মাছুদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস বেপারী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বাবুল ও তার ভাই বিপুলকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, লোহাগড়া থানার রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে এবং বিপুল শেখের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আসামীরা এলাকায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসাবে পরিচিত।

উল্লেখ্য, ডেভিল হান্ট অভিযানে নড়াইল জেলায় এ পর্যন্ত মোট কতজন আটক হয়েছেন সে তথ্য পুলিশ অফিসে আপাতত সংগৃহীত নেই বলে দায়িত্বপ্রাপ্ত (মিডিয়া সেল) কর্মকর্তা জানিয়েছেন। ## ছবি আছে।

 

আরো পড়ুন

সর্বশেষ