শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বিশ্বকবির জন্মদিন স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক,  নড়াইল:
নড়াইলে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন সুর দরিয়া, নড়াইলের আয়োজনে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল।
এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ রাকিবিল বারী ,নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, আব্দুল হাই সিটি কলেজের সহকারি অধ্যাপক মলয় কুমার নন্দী, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, চিত্রশিল্পী কৃষি গৌতম।
সভাপতিত্ব করেন সুর দরিয়া নড়াইলের পরিচালক প্রতুল হাজরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দা রুমানা শারমিন ও  শুভ সরকার । অনুষ্ঠানে সুর দরিয়া সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আরো পড়ুন

সর্বশেষ