শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদৎবার্ষিকী পালন

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে (সাবেক মহিষখোলা গ্রাম) বিভিন্ন
কর্মসুচির মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদৎবার্ষিকী পালন
করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে
র‌্যালি, মাজার জিয়ারত, কোরআন খানি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সশস্ত্র
সালাম, দোয়া মাহফিল, কুইজ প্রতিযোগিতা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর
জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ
করা হয়।

স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পণ করেন নড়াইল জেলা প্রশাসন, জেলা পুলিশ,
মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন। এসময়
পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।
পরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি
যাদুঘর মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং
দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল
হক চৌধুরী।

নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সদস্য সচিব ও চন্ডিবরপুর ইউনিয়নের
চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল
মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মোঃ
মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, নূর মোহম্মদ শেখের
পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত
ছিলেন। ১৯৭১ সালের ৫সেপ্টম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে
পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শাহাদৎবরণ করেন। যশোরের শার্শা
উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ