অভয়নগর প্রতিনিধি:নড়াইল সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হুশিয়ার মোল্লা মারা গেছেন। বুধবার বিকাল ৪:০০ টার দিকে উপজেলার মাইজপাড়া গাজী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বীর মুক্তিযুদ্ধে ফশিয়ার মোল্লা যশোরের অভয়নগরের বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল মোল্লার পিতা। উপজেলার মধ্যপল্লী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বৃহস্পতিবার সকাল ১০ টায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
নড়াইল সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহমেদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় নড়াইল সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। বীর মুক্তিযোদ্ধা মোঃ ফসিয়ার রহমান মৃত্যুকালে স্ত্রী, চার পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

