শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ভুয়া সাংবাদিক ও তার সহযোগীকে জেল জরিমানা

আরো খবর

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভুয়া সাংবাদিক বায়েজীদ শেখ (২৪) কে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং তার সহযোগী ইয়াকুব মোল্লা (৩৩) কে ১ মাসের বিনাশ্রম ও ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার ফেদি বাজারে অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিক ও তার সহযোগীকে ইয়াবাসহ আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের এই দন্ডাদেশ প্রদান করেন নড়াইলের সহকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিবুল ইসলাম। দন্ডাদেশপ্রাপ্ত বায়েজীদ শেখ (২৪) সদর উপজেলা ফেদী (আলীগঞ্জ) এলাকার মোস্তফা কামাল শেখের ছেলে এবং ইয়াকুব মোল্লা একই এলাকার দাউদ মোল্লার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফেদী বাজারে অভিযান চালানো হয়।

এ সময় বায়েজীদ শেখের কাছ থেকে ৬ পিস ইয়াবা ও তার সহযোগী ইয়াকুব মোল্লার কাছ থেকে ৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় বায়েজীদের কাছে থেকে একটি ভুয়া সাংবাদিক পরিচয়কারী আইডি কার্ড জব্দ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ