শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে-মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরসহ ৫জন গ্রেফতার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাতসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মাগুরা সদর উপজেলার বেরুল-পলিতা গ্রামের নূরুল ইসলাম মাষ্টারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত (৪৮)।

 

সোমবার (৯ জুন) দুপুরে নড়াইল জেলা (সদর) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন মাগুরা বেরুল-পলিতা গ্রামের খায়রুল ইসলামের ছেলে রিপণ মাহমুদ (৩৬), কিবরিয়াজ মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয় (১৯), বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪৮) ও নূরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা (৪০)।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার সকালে মাগুরা থেকে মনির ডাকাত ও তার সহযোগিরা নড়াইল সদর এলাকায় প্রবেশ করলে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। দুপুরে জেলা হাসপাতাল এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় মনির ডাকাতের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়।

 

মনির ডাকাতের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন মাগুরা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ কয়েকটি স্পর্শকাতর মামলা রয়েছে। সোমবার বিকেলে মনির ডাকাতসহ গ্রেফতারকৃত পাঁচজনকে নড়াইল সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। পরে মাগুরা জেলা পুলিশের কাছে সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাতকে হস্তান্তর করা হয় এবং অপর ৪ (চার) জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামী মনিরুল ইসলাম মনিরসহ আটককৃত পাঁচজনকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে মাগুরা জেলা পুলিশের কাছে আসামী মনিরুল ইসলাম মনিরকে হস্তান্তর করা হয় এবং অপর ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ