নড়াইল প্রতিনিধি:শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে বিভিন্ন বিষয়ে নড়াইল থেকে অংশগ্রহনকারি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োন করে।
জানা গেছে, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে বিভিন্ন বিষয়ে জেলার যুবক ও যুব মহিলারা ২৮টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
২৮ টি স্বর্ণপদকের মধ্যে যুব মহিলারা কাবাডিতে ৭টি, হকিতে ৪টি,আর্চারীতে ৩টি, উশুতে ২টি এবং যুবকেরা সাইক্লিংএ ৩টি, ভারোত্তলনে ৩টি, উশুতে ৩টি ও রেসলিংএ ১টি স্বর্ণপদক জয় করেন। এছাড়া টেবিল টেনিস, ভলিবল ও রাগবিসহ বিভিন্ন বিষয়ে রৌপ্য ও ব্রোঞ্জপদক জয় করেছেন। এসব খেলোয়াড়দের যাঁর প্রশিক্ষণ দিয়ে বিজয়ী হতে নিরলস কাজ করেছেন সেই ৯জন কোচদেরও (প্রশিক্ষক) সংবর্ধনা প্রদান করা হয়।
অপরদিকে, জেলার ৬৮ জন অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদদের প্রত্যেককে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৪ হাজার টাকা করে মোট ১৫ লাখ, ৬০ হাজর টাকা প্রদান করা হয়।
এ উপলক্ষে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব মোঃ আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুর রহমান চৌধুরী।
এসময় জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুপ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, সাংবাদিক, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও কৃতি খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
