শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ৪

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে পিকআপ এবং ট্রাকের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত এবং দুই গাড়ীর চারজন আরোহী আহত হয়েছেন। নিহত পিকআপ চালক দয়াল দাস যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। অহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে যশোর-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগি বহনকারী পিকআপের সঙ্গে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যশোর ট ১১-৪৩১৫) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পিকআপ ও ট্রাকের চালকসহ মোট ৫জন গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক দয়াল দাসকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত দু’জনের মধ্যে এক জনকে ঢাকা, অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

নড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ