শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী সিএনজি ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে সিনএজি চালক নাসির শেখ (৩৫) ঘটনাস্থলে নিহত এবং সিএনজিতে থাকা নারীসহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) বিকালে যশোর-ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাসির শেখ লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- লোহাগড়া উপজেলার সাগরি বেগম, মোঃ মহিদুল এবং সুমাইয়া খানম। অপর দু’জনের জনের নাম জানা যায়নি। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে যশোর-ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি ও লোহাগড়া থেকে নড়াইল অভিমুখী একটি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক নাসির শেখ নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ৩ জনকে নড়াইল জেলা (সদর) হাসপাতালে এবং ২ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জেলা হাসপাতালে চিকিৎসারত সাগরি বেগম ও সুমাইয়া খানমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু ও ৫ জন আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ