শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সহস্রকন্ঠে ৭মার্চের বজ্রবাণী এবং জাতীয় সংগীত পরিবেশন

আরো খবর

নড়াইল জেলা প্রতিনিধি:সহস্ররকন্ঠে ঐতিহাসিক ৭মার্চের ভাষণ বজ্রবাণী এবং জাতীয় সংগীত পরিবেশন করলেন নড়াইলবাসি। মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলে সহ¯্রকন্ঠে এ ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার, ২৭০ফুট লম্বা ও ৮৫ ফুট চওড়া বাংলাদেশের মানব (উপস্থিত ব্যক্তিদের ডিসপ্লে) মানচিত্র এবং ৬০ফুট লম্বা ও ৩৬ ফুট চওড়া জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। এছাড়া সুলতান মঞ্চ চত্বরে বঙ্গবন্ধু সম্পর্কিত স্থিরচিত্র প্রদর্শন, গণসংগীত (দেশত্ববোধক গান) ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্য প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও প্রতিকৃতিতে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাঈম ভুইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ