নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ১৫ দিনব্যাপি (১৫-২৯ এপ্রিল) সুলতান মেলা-২০২৩। মেলার ৫ম দিনে শুক্রবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, এস এম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নড়াইল, যশোর, খুলনা. মাগুরা ও ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে ৩১টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে যশোরের ঝিকরগাছার বজলুর রহমানের ঘোড়া ব্লাকডন, ২য় নড়াইল সদরের রতডাঙ্গার আহসানের ঘোড়া এবং যশোর অভয়নগরের হিদিয়ার সবুজ মোল্যার ঘোড়া তৃতীয় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে নড়াইল সহ আশেপাশের জেলা থেকেও নানা বয়সী হাজার হাজার মানুষ জড়ো হয়।

