নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় ইমরান হোসেন (৩৭) নামে এক যুবককে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইমরান হোসেন সদর উপজেলার সড়াতলা গ্রামের মৃত. নূর মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বদিউজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুত করে খুচরা বাজারে সরবরাহ করে আসছিলেন ইমরান হোসেন। এ তথ্যের ভিত্তিতে বুড়িখালি ইটভাটা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে নিজেই নিষিদ্ধ পলিথিন মজুতের কথা স্বীকার করেন ইমরান। ঘরে ঢুকতেই পাওয়া যায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন।
এসময় জব্দ করা হয় প্রায় আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এসব পলিথিন খুচরা বাজারে ১৮০ টাকা কেজি দরে বিক্রি করেন বলে স্থানীয়রা জানান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মোঃ বদিউজ্জামান বলেন, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় সেনাবাহিনী ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

