শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে স্বামী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামী গ্রেপ্তার

আরো খবর

নড়াইল প্রতিনিধি : নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার পলাতক আসামী আমেনা খাতুন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল রাতে নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া গ্রামে আত্মগোপন করে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে সোমবার (১৩ নভেম্বর) কালিয়া থানায় হস্তান্তর করা হয়। জানা গেছে, প্রায় ১৩/১৪ বছর আগে নড়াইলের কালিয়া উপজেলার আমতলা গ্রামের মোঃ ইবাদুল শেখের সাথে একই গ্রামের আমেনা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নেয়। ইবাদুল পেশায় ভ্যান চালক হওয়ায় সংসারে অভাব অনটন নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এবাদুলের বাড়ি ও শশুর বাড়ি পাশাপাশি হওয়ায় ঝগড়ার পর আমেনা খাতুন প্রায় তার বাবার বাড়িতে চলে যেত। ২০২০ সালের মে মাসের ৯ তারিখে ঝগড়ার পর সাংসারিক অশান্তির কারণে আমেনা খাতুন তার বাবার বাড়িতে চলে যায়। ঘটনার দিন রাতে ইবাদুল তার স্ত্রীকে ফেরত আনতে শশুর বাড়ি যায়। পরের দিন সকালে ইবাদুলের বাবা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন তার ছেলে আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর খবর শুনে ইবাদুলের বাবা ঘটনা¯’লে পৌঁছে তাঁর ছেলেকে শশুর বাড়ির পাশে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় ইবাদুলের বাবা ও স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা¯’লে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। ঘটনা উল্লেখে ইবাদুলের বাবা সবুর শেখ বাদী হয়ে গত ০৮/০৬/২০২০ তারিখ কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামী আমেনা বেগমকে হত্যা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত হতে জামিন পেয়ে নিজেকে আত্মগোপন করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

আরো পড়ুন

সর্বশেষ