শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:

নড়াইলে আলোচিত মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন প্রদান করা হয়েছে । একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এরা হলেন আশা বেগম ও আরাফাত শেখ। এছাড়া অপর আসামি রোমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং শাবানা বেগম নামে এক আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩ নভেম্বর) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস. এম. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে মাসুম ফকির বাড়িতে না ফেরায় তাঁর স্ত্রী মোবাইলে ফোন দেন। মাসুম জানান, “আমি একটু পরে আসতেছি।” কিছুক্ষণ পর পুনরায় ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সেই রাতে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

 

পাঁচ দিন পর, ১৩ ডিসেম্বর ২০১৬ সকালে লোহাগড়া থানার নলদী ইউনিয়নের জালালসী গ্রামের তপন বিশ্বাসের বাড়ির দক্ষিণ পাশে নবগঙ্গা নদীর উত্তর তীরে চরের ওপর একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নলদী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরবর্তীতে নিহতের পরিবার লাশটি মাসুম ফকিরের বলে সনাক্ত করেন।

 

এরপর ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে নিহতের ভাই মো. শহিদুল ফকির বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে প্রায় নয় বছর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

আরো পড়ুন

সর্বশেষ