শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আরো খবর

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কালিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকালে কালিয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

কালিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

 

শিক্ষক শরীফ দীন ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সভাপতি মাসিকুল আলম ও সাধারণ সম্পাদক আবু রেজোয়ান, সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাত রুবেল, মিল্টন শেখ, অনিমেষ দত্ত, রাজিবুল ইসলাম, রাখি ইয়াসমিন, সাজ্জাদ আলম, জামিরুল ইসলামসহ অনেকে।

 

বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু, চাকরির ক্ষেত্রে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতন পাই আমরা। এই গ্রেডে একজন শিক্ষক যে বেতন পান, তাতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। প্রতিটি শিক্ষককে ঋণ এবং পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে স্কুলে পাঠদান করাতে হয়। ফলে গুণগত পাঠদান ব্যাহত হচ্ছে। ১০ম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের পারিবারিক স্বচ্ছলতা ফিরে আসার পাশাপাশি পাঠদানে আরো বেশি মনোযোগী হতে পারবেন সবাই।

বক্তারা আরো বলেন, নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকদের ¯œাতক ডিগ্রিধারী হতে হয়। আর ¯œাতক ডিগ্রিধারী একজন শিক্ষককে তৃতীয় শ্রেণির কর্মচারী বিবেচনা করা জাতির জন্য লজ্জাজনক। তাই ১০ম গ্রেড বাস্তবায়ন আমাদের ন্যায্য অধিকার। বৈষম্যবিরোধী এই সরকার শিক্ষকদের বেতনবৈষম্য দূর করবেন বলে আমরা আশাবাদী।

 

আন্তর্জাতিক মানদন্ডে ভারত ও শ্রীলঙ্কার শিক্ষার মান ২০ দশমিক ৮। পাকিস্তানের ১১ দশমিক ৩ এবং বাংলাদেশের শিক্ষার মান ২ দশমিক ৮। চলমান বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে ১০ম গ্রেডের কোনো বিকল্প নেই। তাই আমাদের একদফা দাবি, ১০ম গ্রেড বাস্তবায়ন চাই।

আরো পড়ুন

সর্বশেষ